Wednesday, 11 April 2018

অলাইনে কি আসলেই ইনকাম হয়?? আসুন জেনে নিই সত্যি টা কি??

আস্সালামুআলাইকুম আশা করি ভালো আছেন। আমাদের প্রত্যকের মনে অনেক প্রশ্ন আসলেই কি অনলাইনে ইনকাম করা যায়??
অনেকে বলে হয়? অনেকে বলে না? আসুন জেনে নিই কি সত্যি??

আমার নিজের অভিগতা থেকে বলছি আপনি যদি নতুন হন তাহলে আজ থেকে লেগে পড়ুন কারন হ্যাঁ করা যায় কিন্তু তার জন্য চাই ধৈর্য.. কি ভাবে করবেন আসুন যেনে নিই??

কয়েকটি উপায়ে কাজ করতে পারবেন দেখে নিন:- ⇓
১.Adsence এর মাধ্যমে
২.Affiliate  program
৩.Site ADD ব্যবহার
৪. লিখালিখি করে



প্রথমে আসি Adsence থেকে কিভাবে ইনকাম করবেন :-
Adsence হলো Google এর ADD ব্যবহার। এক্ষেএে আপনার দরকার একটি Website এই ব্যাপারে সামনের দিন বলবো. ধরেন আপনার একটি সাইট আছে যেখানে আপনার অনেক ভিজিটর আসে তখন আপনি ADd ব্যাবহার করে ইনকাম করতে পারেন।দেখুন আমরা যখন Prothomalo.com  ব্যবহার করি তখন পাশেই দেখতে পাই এই পন্য কিনুন ঠিক হ্যাঁ এইটা গুগুল এ্যাডস্নেস।
 কোন ভিজিটর যদি ওই টাতে কিল্ক করে তাহলে আপনি ৫০ টাকা পাবেন। ঠিক এই ভাবে কাজ করলে ইনকাম হবে যার জন্য ধৈয্য লাগবে। আপনি চাইবেন পাবেন এমন না।
এরপর আসি Affiliate Program :-
Affiliate program  ঠিক Adsnce এর মত কিন্তু এইখানে জামেলা নেই রেট একটু কম। যারা নতুন তারা এই টি ব্যবহার করতে পারেন. আমি নিজে টাকা তুলেছি যদি বিশ্বাস না করেন আমাকে বলবেন খুজুন আমি দেখিয়ে দিব ইনশাআল্াহ।
 পরিশেষে সবার দুওয়া চেয়ে শেষ করছি। পরবতিতে দেখাবো কিভাবে Affiliate program এ Sing up করবেন এবং ইনকাম করবেন। সবাই দুওয়া করবেন আমার সাইট টি যেন ভালো পর্যায়ে নিতে পারি সেই প্রত্যাশায় শেষ করছি এবং মতামতের আশা করছি আস্সালামুআলাইকুম। 

0 comments:

Thanks for comments